বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি জয়ধর(৫৫)হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন। তার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল সকালে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাকাল ইউনিয়নের স্বরবাড়ি গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্ট্রিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ।
ওই বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রমেশ অধিকারী ও সাধারন সম্পাদক শহিদুল পাইক।