More

    গৌরনদীতে অর্থের বিনিময়ে চার জনকে খালাস দিলেন অঘোষিত ম্যাজিস্ট্রেট এস.আই হেলাল

    অবশ্যই পরুন

    কলব্রিজ খেলার দায়ে চার জনকে আটক করে আবার কোন রকমের জরিমানা বা মামলা না করেই ১৪ হাজার ২০০ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে এস.আই হেলাল উদ্দিনের উপর। জানাগেছে, গতকাল রাত আটটার দিকে বরিশালে গৌরনদী পৌর এলাকার গুচ্ছ গ্রামের (২নং ওয়ার্ড) বাসিন্দা আলী আজগরের ঘরে বসে আলী আজগর কালাম হাওলাদারের ছেলে রনি হাওলাদার, সেকেন্দার হাওলাদারের ছেলে ইমাম হাওলাদার ও হারুন তালুকদারের ছেলে বেলাল তালুকদার বসে তাস খেলতে ছিলেন এমনাবস্থায় এস.আই হেলাল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আলী আজগর জানান, লক ডাউনের মধ্যে ঘরে বন্দি হয়ে যাবার পর সময় কাটানোর জন্য ঘরে বসে চার জন তাস (সর্টব্রিজ) খেলতেছিলাম। তখন হেলাল স্যার এসে আমাদের আটক করে ২০ হাজার টাকা দাবি করেন পরে টাকা না দিতে পারায় তিনি (হেলাল) আমাদের থানায় নিয়ে যান এবং উপায়ান্ত না পেয়ে বাসা থেকে সুদে টাকা ধার করে ১২ হাজার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনা হয় এবং মানিব্যাগে থাকা রনি হাওলাদারের দুই হাজার দুইশত টাকাও রেখেন দেন এস.আই হেলাল অভিযোগ করে বলেন রনি মা মায়া বেগম। তবে এবিষয় গৌরনদী মডেল থানার এস.আই হেলাল সাংবাদিকদের মুঠোফোন জানান যে, তাদের সন্দেহভাজন ধরা হয়েছে। কিন্তু তাদের নামে কোন প্রকার মামলা নেই। কি জন্য ধরা হয়েছে সঠিক উত্তর দিতে পারেনি ওই এস.আই হেলাল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

    একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...