বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার হাইওয়ে থানা রোডে আয়নাল বেপারীর গৃহে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ টাকা স্বর্নলংকার, জরুরি কাগজপত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহকর্তা আয়নাল বেপারী জানান, বৃহস্পতিবার বিকেলে তার নিকটতম আত্মীয় মারা যায়। মৃত্যুর খবর পেয়ে ঘর তালাবদ্ধ করে স্ব-পরিবার পার্শ্ববতী ঘোষেরহাট চলে যান। রাত গভীর হওয়ায় তারা বাড়িতে ফিরেননি। শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙ্গা। চোরেরা ঘরের মধ্যে বড় ট্রাকেèর তালা ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা, তিন ভড়ি স্বর্নলংকার ও আলোচিত ববিতা হত্যা মামলার জরুরি কাগজপত্রসহ মুল্যমান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে শনিবার সকালে থানার এসআই কেএম আব্দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।