বরিশালের আগৈলঝাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। উপজেলা হাসপাতাল প্রধান ড. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের ভক্তরঞ্জন হালদারের মেয়ে ও মোহনকাঠী স্কুল এন্ড কলেজের প্রভাষক সুরুচি হালদার (৫০) করোনা উপসর্গ নিয়ে গত বুধবার রাতে হাসপাতালে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে বসেই মৃত্যু হয়। মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করে পাঠানো পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। শনিবার রাতে করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে বুধবার রাতেই স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতে দাহ করা হয়েছে। এছাড়া উপজেলায় এযাবৎ ৩২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে হাসপাতালের এক সিএইসসিপি (স্বাস্থ্য) কর্মী আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তর সংখ্যা ২০ জন, এর মধ্যে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন।