বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মইজদ্দিন খানের ছেলে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম ছরোয়ার খান(৫৫)করোনায় আক্রান্ত হয়ে ৪জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল সোমবার সকালে গোলাম ছরোয়ার মারা যান। খুলনা হাসপাতাল থেকে লাশ আসার পর গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজার নামাজ শেষে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।