More

    গৌরনদীতে বন্যায় নিন্ম অঞ্চল প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি

    অবশ্যই পরুন

    কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের গৌরনদী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর দুতীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। এতে পৌরসভার টরকীচর এবং উপজেলার বার্থী, বাঘরামা-বড়দুলালী, দক্ষিণ মাদ্রা, গোরক্ষডোবা, বাউরগাতি, কটকস্থল,ধানডোবা, কমলাপুর, হোসনাবাদ, কুতুবপুর, চাঁদশী,  সমরসিংহ, পিঙ্গলাকাঠিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পান বরজ, অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে ও রোপা আমন ধানের চারা তলিয়ে গেছে। এ ছাড়া কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে বিএনপির সদস্য ফরম নবায়ন উদ্বোধন

    মো. নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ফরম নবায়ন...