More

    গৌরনদীতে বন্যায় নিন্ম অঞ্চল প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি

    অবশ্যই পরুন

    কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের গৌরনদী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর দুতীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। এতে পৌরসভার টরকীচর এবং উপজেলার বার্থী, বাঘরামা-বড়দুলালী, দক্ষিণ মাদ্রা, গোরক্ষডোবা, বাউরগাতি, কটকস্থল,ধানডোবা, কমলাপুর, হোসনাবাদ, কুতুবপুর, চাঁদশী,  সমরসিংহ, পিঙ্গলাকাঠিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পান বরজ, অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে ও রোপা আমন ধানের চারা তলিয়ে গেছে। এ ছাড়া কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    প্রান্ত মিস্তী নাজিরপুর প্রতিনিধি  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয়...