প্রান্ত মিস্তী নাজিরপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পিরোজপুরের নাজিরপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদার। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে সরাসরি জেলা বা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে আমাকে জানান। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি বিষয় তদারকি করব।” অতীতের নির্বাচনগুলোর তুলনা করে তিনি আরও বলেন, “১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্বাচনগুলো যেভাবে অংশগ্রহণমূলক ছিল, পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সেই মানদণ্ড বজায় থাকেনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে জনঅংশগ্রহণ কমে যাওয়ায় নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবার গণভোটের আয়োজন করা হয়েছে।
আপনারা পোস্টাল ব্যালটের মাধ্যমেও আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।” অবহিতকরণ সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের করণীয়, পোস্টাল ভোট ব্যবস্থাপনা, নির্বাচনী আচরণবিধি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে নাজিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
