More

    বরিশালে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে ৮ যাত্রী আহত

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসটি উল্টে এ দুঘর্টনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বরিশাল থেকে ছেড়ে আশা উজিরপুরের শাতলার উদ্দেশ্য ছেড়ে আশা (বরিশাল-জ ১১-০১২৪) শামিম-নোমান নামের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামাণ থাকা অবস্থায় যাত্রীবাহী বাসটিকে পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।

    খবর পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে এ সময় অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে...