More

    উজিরপুরে প্রভাবশালী কর্তৃক অসহায় নারীর শেষ সম্বল ভিটে-মাটি দখলের পাঁয়তারা

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে অসহায় নারীর শেষ সম্বল ভিটে-মাটি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের আরজ আলি হাওলাদারের মৃত্যুতে তার ছেলে কবির হোসেন হাওলাদার ওয়ারিশ ও পৈত্রিক সুত্রে ২৪ শতাংশ জমি প্রাপ্ত হয়।

    কবির হোসেন তার স্ত্রী মর্জিনা বেগম ও সন্তানদের নিয়ে কাজের সুবাদে ঢাকায় বসবাস করতো। ২০১৬ সালের ১৪ জুলাই কবির হোসেন হাওলাদার মৃত্যুবরন করেন। এ সুযোগে একই বাড়ীর কবিরের চাচাঁত ভাই প্রভাবশালী মোসলেম হাওলাদার ও তার ছেলে রহিম,মাসুদ,আল আমিন,সংগ্রাম মিলে অসহায় নারীকে উক্ত জমি থেকে উৎখাতের মিশনে নেমেছে বলে অভিযোগ করেন অসহায় নারী মর্জিনা বেগম।

    এমনকী স্বামী হারা ওই নারী সন্তানদের নিয়ে স্বামীর বাড়ীতে একটু মাথা গোজার ঠাই করার জন্য এলাকায় বিভিন্ন শালিসদারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এরপর ১২ জুলাই উভয় পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসগণ জমির পরিমাপ করে এবং কাগজপত্র সঠিক ভাবে পর্যালোচনা করে সকল ওয়ারিশগনদের মধ্যে সর্বসম্মতিক্রমে জমি বন্টন করে রায় প্রদান করে।

    কিন্তু সুচতুর মোসলেম আলি হাওলাদার রায় না মেনে অসহায় পরিবারের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মর্জিনা বেগম সাংবাদিকদের কান্নার কন্ঠে জানান আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার সন্তানদের নিয়ে নিরুপায় হয়ে পরি। আমরা দুমুঠো আহারের জন্য ঢাকা থাকি। এ সুযোগকে কাজে লাগিয়ে ওই প্রভাবশালী মোসলেম হাওলাদার ও তার স্ত্রী এবং ছেলেরা মিলে আমার স্বামীর প্রাপ্ত পৈত্রিক বসতবাড়ীর জমি জোরপূর্বক দখল করার জন্য একের পর এক আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছে।

    আমরা কেউ বাড়ীতে না থাকায় ইতিপূর্বে আমাদের রোপিত কয়েক লক্ষ টাকা মুল্যের গাছ বিক্রি করে ফেলেছে মোসলেম হাওলাদার। এমনকী বর্তমানে আমাদের জমিতে আমরা বসতঘর উত্তোলন করতে গেলে ওই প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীরা আমাদের মারধর করে এবং রামদা.চাপাতি নিয়ে হত্যা করার হুমকী দেয়। তাদের হুমকীর মুখে পরিবারের সকল সদস্যদের নিয়ে আমাকে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এছাড়াও একই বাড়ীর বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী মোঃ শিরাজুল ইসলাম হাওলাদার অভিযোগ করে বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে নাটক সাজিয়ে ৮ টি মিথ্যা মামলা দিয়ে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে ওই ভূমিদস্যু মোসলেম হাওলাদার।

    আরো কয়েকটি পরিবার তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। তাদের ভয়ে মুখ খুলছেনা সাধারনরা। অভিযুক্ত মোসলেম হাওলাদার শালিসি মানিনা বলে বিষয়টি এড়িয়ে যান। ওই প্রভাবশালীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন অসহায় পরিবার। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযোগ পেলে তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে ভূমি কর্মকর্তার জব্দ করা বলগেট রহস্যজনকভাবে উধাও

    ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুমতি ও তালতলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...