More

    মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে অভিযান : কারেন্ট জালসহ ২১ জেলে আটক

    অবশ্যই পরুন

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে গতকাল দিনভর পৃথক পৃথক অভিযানে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ ২১ জেলেকে আটক করা হয়েছে।

    পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৩ জনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে পরিচালিত মোবাইল কোর্টকে আইনগত সহায়তা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার জনাব ভিক্টর বাইন। উপজেলার বিভিন্ন নদীতে পৃথক পৃথক অভিযানসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ, কাজিরহাট থানা পুলিশ ও কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যগণ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...