More

    প্রকাশ্য দিবালোকে বিক্রয় প্রতিনিধির উপর হামলা চালিয়ে অর্ধ লক্ষ টাকা ছিনতাই

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মালামাল বিক্রয় শেষে ফেরার পথে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। হামলায় গুরুতর আহত বিক্রয় প্রতিনিধি শুভ মাঝিকে (২০) স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
    টরকী বন্দরের ব্যবসায়ী ও স্কয়ার ফুট বেভারেজ গ্রুপের স্থানীয় পরিবেশক ঝন্টু দাস জানান, তাদের কোম্পানীর সামগ্রী নিয়ে সকালে নিজস্ব ভ্যান যোগে চালক ফরহাদ তালুকদার ও বিক্রয় প্রতিনিধি শুভ মাঝি পার্শ্ববর্তী কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে ডেলিভারি দিতে যায়। বেলা দেড়টার দিকে ডেলিভাড়ি শেষে টাকা নিয়ে টরকী পয়েন্টে আসার সময় রমজানপুর রাঢ়ী বাড়ির সম্মুখে পৌঁছলে একটি মোটর সাইকেল যোগে দুই ছিনতাইকারী ফিল্মি স্টাইলে হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে ভ্যান চালক ফরহাদ তালুকদার ও বিক্রয় প্রতিনিধি শুভ মাঝিকে মারপিঠ করে নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...