পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে ঐতিহাসিক জশনে জুলুস ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বয়াতে রাসুল (সাঃ) এর উগ্যোগে ও হিজবুর রাসুল (সাঃ) গৌরনদী উপজেলা শাখার আয়োজনে হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি আলহাজ্ব এসএম আঃ রব এর নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের সুন্দরদী থেকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ঐতিহাসিক জশনে জুলুস সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। মাদ্রাসা মাঠে হিজবুর রাসুল (সাঃ) উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এসএম আঃ রবের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী দাদন ভূইয়া পৌর জামে মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান, কামেল মাহামুদুর রহমান, গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমীন হোসেন, পৌর কাউন্সিলর সিকদার খোকন, হিজবুর রাসুল (সাঃ) উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মামুন সিকদার, যুগ্ম সম্পাদক মোঃ আমীর হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমীন সিকদার ও আব্দুল হাকিম সিকদার। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।