More

    মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে হাজার হাজার লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায়।
    রোববার সকাল ৯টা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার নবীর প্রেমীরা বার্থী কাওমী মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়। সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসষ্ট্যান্ড থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বার্থী কাওমী মাদ্রাসা প্রধান মুহাতিম মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাহমুদ মানিক, মোঃ আমিনুল হক (খাঞ্জাপুর), মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবী জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...