বরিশালের উজিরপুরে এই প্রথম ব্যাপক আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী(সঃ) পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পৌর বন্দর যুব সমাজের উদ্যোগে উজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ছারছিনা দারুসসুন্নাত জামেয়া নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মুফতি মাওঃ মোহাম্মদ আব্দুল মুনয়িম খাঁন,
মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি ও উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ নুরুল হক আজাহারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আলহাজ্ব হযরত মাওঃ আবু হানিফ,
হযরত মাওঃ ইলিয়াস হোসাইন মুমিনী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন,
মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, মাহফিল এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক ও সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ সোহেল হোসেন,
সদস্য উজিরপুর বাজার মসজিদের ইমাম মাওঃ মনিরুজ্জামান, শেখেরবাগ মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন, বি.এন.খান কলেজের শিক্ষক মাওঃ আবুল বাশার, ভিআইপি রোড মসজিদের ইমাম মাওঃ হাসান,
মাওঃ আব্দুল জলিল, মাওঃ শাহাদৎ হোসেন প্রমূখ। রাত ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা হযরত মোঃ (সঃ) এর জীবনী নিয়ে ওয়াজ নসিহত শোনেন।
