বরিশালের টরকী বন্দরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২৯ লক্ষ টাকা নানা কৌশলে ধার নিয়ে দোকান ঘর বন্ধ করে পালিয়েছে মাহফুজ মুন্সি (২৫) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা হলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।
টরকী বন্দরের ব্যবসায়ী আহসান সরদার বলেন, পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত খোকন মুন্সির পুত্র মাহফুজ মুন্সি (২৫) দীর্ঘদিন যাবত টরকী বন্দরের ট্রাক ষ্ট্যান্ড মোবইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা চালিয়ে আসছে। ব্যবসায়ী সুবাধে মাহফুজের সাথে আমি সহ টরকী বন্দরের অনেক ব্যবসায়ীদের সম্পর্ক তৈরি হয়। মাঝে মধ্যেই মাহফুজ বন্দরের অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে যথা সময়ে পরিশোধ করতো। গত ১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত টরকী বন্দরের সাত মোবইল ব্যাংকিং ব্যবসায়ীদের কাছ থেকে পৃথক ভাবে মোট ২৯ লক্ষ সাত হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাতে মাহফুজের দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে মাহফুজের প্রতারণার বিষয়টি ব্যবসায়ীদের কাছে ধরা পরে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় প্রতারিত ব্যবসায়ী আহসান সরদার বাদি হয়ে মাহফুজ মুন্সী, তার শ্যালক সানিয়াত খান, শ্বশুড় সরোয়ার খানসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পরপর এজাহারভূক্ত আসামি সানিয়াত খান ও সরোয়ার খানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।