বরিশালের গৌরনদীতে বায়োফটিফাইড জিংক ধান বিজ বাণিজ্যকীরণ বিষয়ে বুধবার দিনব্যাপী তিন উপজেলার ডিলারদের নিয়ে এক কর্মশাল অনুষ্ঠিত।
হারভেস্টপ্লাস বাংলাদেশ এর অর্থায়নে ও খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র বাস্তবায়নে স্থানীয় সিসিডিবি’র প্রশিক্ষণ হলরুমে সংস্থার নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মোঃ তাওফিকুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, হারভেস্টপ্লাস বাংলাদেশ এর প্রতিনিধি জাহিদ হাসান, সিসিডিবি’র কৃষি প্রকল্পের সম্বয়নকারী সমীরন বিশ্বাস। সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডি’র সঞ্চলনায় বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব দিদার উদ্দিন হাওলাদার, ডিলার জালাল উদ্দিন সরদার, মোঃ শহিদুল ইসলাম, মান্নান ফকির প্রমুখ। কর্মশালায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার ২৫জন তালিকাভুক্ত ডিলার, মিডিয়া ব্যক্তিত্ব, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।