বরিশালের গৌরনদী ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিক এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও কার্যকরী কমিটির নির্বাচন শনিবার এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি এম.এ ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান। সভাশেষে ২০২০-২১ সালের জন্য ১৪ সদস্য বিশিষ্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি এম.এ ওহাব (শিকদার ক্লিানিক), সহ-সভাপতি মাহামুদুল হাসান মুহীদ (মৌরী ক্লিনিক), মো. হেদায়েত-উল্লাহ (আনোয়ারা ক্লিনিক), সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান (এবি সিদ্দিক ডায়াগনষ্টিক সেন্টার), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ (ডক্টরস্ ডায়াগনষ্টিক সেন্টার), মো. শওকত খলিফা (গৌরনদী নার্সিং হোম), সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফত হোসেন (মোস্তাফিজুর রহমান ক্লিনিক), অর্থ- সম্পাদক রুপা বেগম (বেজগাতি সুইস হাসপাতাল), দপ্তর সম্পাদক তপন কুমার বনিক (ওয়েল ফেয়ার ডায়াগনষ্টিক সেন্টার), প্রচার সম্পাদক তানভিরুজ্জামান সোহেল (গৌরনদী চক্ষু হাসপাতাল), কার্যনির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, এমএম আবু সালেহ, সূজন সরদার, মো. এনামূল হক মনির।