ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে কারচুপি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের কেন্দ্রীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা যুবদল।
মিছিলটি সদর রোড হয়ে কালি বাড়ী রোড, জেলখানা মোড় প্রদক্ষিন করে টাউন হল চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি মামুন রেজা খান, বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচ.এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.হাফিজ খান বাবলু, সিনিয়র যুগ্ম- সম্পাদক মাওলা রাব্বি শামীম।
আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি বৃন্দ, যুগ্ম- সম্পাদক, সম্পাদক, সহ সম্পাদক বিভিন্ন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।