More

    চরফ্যাশনে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রবাসী ঘরে ডাকাতি

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশনের শশিভূষণে চেতনানাশক ওষুধ খাইয়ে সৌদি প্রবাসী ঘর ডাকাতি করে স্বর্ণলংকারসহ টাকা পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শশীভূষণ ২ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ বেপারী বাড়িতে এ-ই ডাকাতির ঘটনা ঘটে। এসময় চেতনাশাক খাবার খেয়ে আহত হয়েছেন, রাশেদা (৬৫), রুমা খানম (৩২), জসিম (৫০),রতনা (১৫), জিহাদ (১৪), জাবেদ হোসেন (৪) সহ ৬ জন আহত হয়েছের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতাল ভর্তি করেছেন। এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতে শশীভূষণ ২ নং ওয়র্ডের নুর মোহাম্মদ বেপারী বাড়ির সৌদি প্রবাসী নুর হোসেনের বসত ঘরে একদল দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনাশাক মিশিয়ে দেয়। ও-ই খাবার খায়ে আহতরা অচেতন হয়ে পরেন। এসময় দুর্বৃত্তরা

    ঘরের দরজা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে ৭ ভড়ি স্বর্ণলকার, নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
    এব্যাপারে শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটার সত্যতা পেয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...