More

    ভিজিএফের চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    অবশ্যই পরুন

    ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, কলাপাড়া উপজেলার ১ নম্বর চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদারের বিরুদ্ধে ভিজিএফের ৫৮০ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, ২০১৯ সালের ৭ আগস্ট পূর্ব-চাকামইয়া গ্রামের জালাল চাকরের বাড়ির পুকুর থেকে ১০ বস্তা ও পাশের আরেকটি বাড়ি থেকে ১৫ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার ও তার সহযোগী জামালকে আটক করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...