কলাপাড়া(পটুয়াখালী)
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্তকে কুপিয়ে জখম করার ঘটনায়
পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভকে আসামী করায় মিথ্যা মামলা
প্রত্যাহার ও ঘটনায় জড়িত বিএনপি- জামায়াত শিবির ক্যাডারদের
গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পৌর শহর
ছাত্রলীগ নেতুবৃন্দ।
বৃহস্পতিবার বেলা একটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে
এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে ছাত্রলীগ নেতা দীপ্তকে রাতের আঁধারে
কুপিয়ে জখম করে। এ ঘটনায় দীপ্তর মা সেলিনা বেগম বাদী হয়ে পৌর
ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভ ও রুদ্রকে আসামী করে মামলা দায়ের
করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা নাছিমুল আলম রাতুর, অহেদ পারভেজ ও
মো. মোহাব্বত হোসেন।
বক্তারা দাবি করেন, পৌর নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি-
জামায়াত শিবির ছাত্রলীগ নেতা দীপ্তকে রাতের আঁধারে কুপিয়ে জখম করে
ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি
আসাদুজ্জামান শুভসহ দুইজনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলা
প্রত্যাহারের দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। একই সাথে ঘটনায়
জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।