More

    সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সৈকতের লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেন।

    স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, ডলফিনটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কী কারণে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষণের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় মাছটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রেমিকের সঙ্গে ফোনে বাক বিতণ্ডায় সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা প্রেমিকার

    মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে নদীতে...