কলাপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদারের স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নুর বাহাদুর তালুকদার ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল আলমের সভাপতিত্বে শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য এস এম ফজলুর রহমান, কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ, নুর বাহাদুর তালুকদারের পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর তানজিল নুর, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার দত্ত, সহকারী অধ্যাপক মো. ওবায়দুল হক, সহকারী অধ্যাপক বেগম ফয়জুন নেছা, অবসরপ্রাপ্ত শিক্ষক জি এম আবদুস ছত্তার বিশ্বাস, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, খেপুপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া নাসরীন, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, প্রকৌশলী ইয়াকুব খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
নাগরিক শোক সভার শুরুতে নুর বাহাদুর তালুকদারের জীবন ও কর্ম নিয়ে রচিত ‘কলাপাড়ার কিংবদন্তি, নুর বাহাদুর তালুকদার’ শিরোনামে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নুর বাহাদুর তালুকদার ফাউন্ডেশন এ বইটি প্রকাশ করেছে। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। এতে দেশে-বিদেশে কর্মরত কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার ৭৬ জনের লেখা প্রকাশ করা হয়েছে। সভার শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।