More

    ১০ মণ ইলিশের পোনা জব্দ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে ১০ মণ ইলিশের পোনা জব্দ (চাপিলা) করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান অভিযান চালিয়ে ওই ইলিশের পোনা জব্দ করেন।

    স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, ঢাকায় পাঠানোর জন্য পাশের ভোলা জেলার লালমোহন এলাকার ইউসুফ নবী ও জামাল মেম্বারের মাছের ট্রলারে করে অর্ধলাখ টাকা মূল্যের এই মাছ নিয়ে আসা হয়। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে মাছ পন্টুনে ফেলে ট্রলার নিয়ে সটকে পড়ে সংশ্লিষ্টরা।

    অহেদুজ্জামান জানান, মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে। এতিমখানা, লিল্লাহ বোডিং ও দুস্থদের মধ্যে এগুলো বিতরণ করে দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...