More

    কলাপাড়া পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল হাওলাদার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীপ্রার্থী মাসুম ব্যাপারী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট। বেসরকারিভাবে নির্বাচনের ফল নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।

    পঞ্চমবারের মতো কলাপাড়া পৌরসভায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১২ হাজার ৮৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    বরিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচনি মাঠে ২ প্লাটুন বিজিবি, ৬টি মোবাইল টিম ও ৪টি র‌্যাবের টিম মোতায়েন ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...