More

    মির্জাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে রেশমা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (৫ মার্চ) সকালে সদর উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

    রেশমা চৈতা গ্রামের মৃত  কালাম পন্ডিতের মেয়ে ও একই গ্রামের মো. বশির উদ্দিন মৃধার স্ত্রী।রেশমার পারিবারিক সূত্রে জানা যায় , দিনমজুর বশির উদ্দিনের সঙ্গে চার বছর আগে তার বিয়ে হয়   এবং তাদের সংসারে তিন বছরের এটি ছেলে সন্তান রয়েছে। শুক্রবার সকালে প্রতিদিনের মতো কাজে যান বশির উদ্দিন। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। সাড়াশব্দ না পেয়ে টিনের বেড়ার ছিদ্র দিয়ে দেখেন যে,রেশমা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। বশির তখন চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ঘরের ভেতরে ঢোকে এবং পুলিশকে খবর দেয়। 

    মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মহিবুল্লাহ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...