More

    পিরোজপুর কৌশলে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠেছে সবুর সিকদার নামে এক যুবকের বিরুদ্ধে।

    অবশ্যই পরুন

    কৌশলে ঘরে প্রবেশ করে গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে উঠেছে সবুর সিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শনিবার (৬ মার্চ) রাতে ভান্ডারিয়া থানায় মামলা করেছেন। ওই গৃহবধূ সম্পর্কে তার ভাবি।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তার দুই মেয়েকে নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করেন। স্বামী ছয় বছর আগে তাদের বাড়িতে রেখে অভিমান করে অন্যত্র চলে যান। এ সুযোগে প্রতিবেশী মোয়াজ্জেম সিকদারের ছেলে সবুর সিকদার প্রায়ই তাকে উত্ত্যক্ত করে অনৈতিক প্রস্তাব দিতেন। কিন্তু ওই গৃহবধূ তার প্রস্তাবে সাড়া না দেয়ায় বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে মেয়েরা ঘুমিয়ে পড়লে সবুর সিকদার কৌশলে তার ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে মেয়েরা ঘুম থেকে জেগে উঠলে সবুর পালিয়ে যান।

    ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবির অডিটরিয়াম নির্মাণে খাল ভরাটের অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে।...