More

     পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের কমিটিকে অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটিতে বিবাহিত, অছাত্র অযোগ্য, পকেট কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।আজ বুধবার সকালে কাউখালী প্রেসক্লাবে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ সুমন লিখিত বক্তব্যে বলেন, যে কমিটি গঠন করা হয়েছে তা ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী।কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে সে দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে অবস্থান করে পরিবহনের ব্যবসা করে।সে গত উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করে। নেতা-কর্মীরা কেন্দ্র ঘোষিত বির্তকিত কমিটি বাতিলের দাবি জানান।এসময় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ সুমন, মানিক হাসান, লাফিতুর রহমান লাফিত, জয়দেব রায়, মোঃ গোলাম রাব্বানী, মাহাবুব হাসান, আব্দুল্লাহ আল গালিব,এসএম সাফাউর রহমান বিহন, সদস্য রিজু আকন এই নবনির্বাচিত কমিটি থেকে অনাস্থা দেন। কলেজ কমিটি থেকে অনাস্থা দেন যুগ্ম আহ্বায়ক মীর ফয়সাল ইমতিয়াজ শোভন, রবি দাস, মোঃ সাকিব হোসেন,মোঃ জসিম মীর, রবিউল ইসলাম খান, সদস্য আবুবক্কর জমদ্দার, মোঃ ধরাজ রহমান। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন আজমীর আহম্মেদ মামুন, রাব্বি হোসেন,সোহাগ হাওলাদার, নাছির উদ্দিন, কলেজ শাখার রফিকুল ইসলাম, মোঃ সাকিব তালুকদার প্রমুখ।অপরদিকে ছাত্রদলের উপজলা ও কলেজ শাখার নবনির্বাচিত কমিটির এখন পর্যন্ত কোন কার্যক্রম দেখা যায়নি।উল্লেখ্য, কাউখালী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গত শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।মাহমুদুল হাসান তানভীরকে আহবায়ক ও শোয়াইব সিদ্দিকিকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...