কলাপাড়ার বৌলতলী গ্রামে তড়িতাহত হয়ে মারা গেছে যুবক মিঠুন লাল (২২)। মাহফিলের প্রোগ্রামের বিদ্যুত লাইনের কাজ করতে গিয়ে এই যুবক তড়িতাহত হয়ে গুরুতর আহত হন। রবিবার রাত আট টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
রাত আনুমানিক দশটার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিঠুন লাল মনোহরপুর গ্রামের মাখন লালের ছেলে। কলাপাড়া থানা পুলিশ লাশটির ময়না তদন্ত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।