More

    বাউফলে ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাউফল পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ খানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাজিরপুর এলাকাবাসী।

    আজ সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েকশত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইলিশ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হওলাদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান সানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের উপর এই হামলা হয়। ওই ঘটনায় হামলার স্বীকার হারুন অর রশিদ বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...