More

    পিরোজপুরে ধান খাওয়ায় বাবুই পাখির ছানা হত্যা, তিনজনের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বাসা ভেঙে বাবুই পাখির ছানা নিধনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    আজ সোমবার (১২ এপ্রিল) উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার (১০ এপ্রিল) বিকেলেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকার কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রিকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের একটি জমিতে বোরো ধান চাষ করেছেন হেমায়েত হোসেন মোল্লাসহ কয়েকজন কৃষক। গত কয়েক দিন ধরে সেই জমির বোরো ধান খাচ্ছে বিভিন্ন ধরনের পাখি। ওই জমির পাশেই দুটি তাল গাছে রয়েছে বাবুই পাখির প্রায় দেড় শতাধিক বাসা। পাখি ধান খাওয়ায় ক্ষিপ্ত হন ক্ষেতের মালিক হেমায়েত হোসেন মোল্লা। তারই নির্দেশে গত ২-৩ দিন ধরে ওই গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে এর ভেতর থাকা ছানাগুলো হত্যা করেন তার ছোট ভাই লুৎফর রহমান।

    শনিবার সন্ধ্যার আগে লুৎফর রহমানের নেতৃত্বে তিনজন মিলে বড় একটি বাঁশ দিয়ে ওই তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে মাটিতে ফেলে দেন। এ সময় ওই সব বাসায় থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা। এ ছাড়া কিছু ছানা মেরে পাশের খালে ফেলে দেন।’

    আজ সোমবার (১২ এপ্রিল) উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদাবাজি-মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক নেতার জামায়াতে যোগদান

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায়...