More

    পিরোজপুরে সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু, পাষন্ড বাবা ও সৎ মাসহ আটক ৩

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের ৪ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা নুর নবী জুয়েল (৩৫), সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১লা মে) সকালে নিহত হানজালার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। এর পরপরই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, ওই শিশিুটির মা-বাবার বিচ্ছেদের পরে নানীর কাছে বড় হওয়া শিশু হানজালাকে গত ১৪ এপ্রিল বেড়াতে নিয়ে যায় পাষন্ড সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরণ করেন। শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে এম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে পাষন্ড বাবা ও সৎ মা পালিয়ে যায়।

    মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির পাষন্ড বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেপ্তার করা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএম কলেজে তরুণ-তরুণীকে হেনস্থা, উগ্র অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যুগলের ওপর চড়াও হয়ে তাদের ছবি ফেসবুকে ছেড়ে দেন একদল তরুণ। বৃহস্পতিবার দুপুরে এ...