More

    বরিশালে বেপরোয়া গতির লেগুনা চাঁপায় শিশু নিহত, চালক আটক

    অবশ্যই পরুন

    বরিশালের মুলদীতে বেপরোয়া গতির যাত্রীবাহি লেগুনা চাঁপায় সামিউল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে মুলাদী-মৃধারহাট সড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহত সামিউল ইসলাম গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের পুত্র।

    জানা গেছে, রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির লেগুনা শিশু সামিউলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

    মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনা চালক ইয়ামিন হোসেনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...