বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। বরিশালগামী মোটরসাইকেলটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাটাজোর বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ যুবক কামরুল হাসান ও হোসাইন ভুইয়া প্রাণ হরান।
পুলিশ জানিয়েছে, নিহত দুইজন সম্পর্কে খালাতো ভাই এবং তারা রাজধানী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানা পুলিশের কর্মকর্তা সার্জেন্ট মাহাবুব ইসলাম বরিশালটাইমসকে জানান, ২ যুবক রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে বাটাজোর বাজারের কাছাকাছি একটি স্থানে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে তাদের দুইজনেরই ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
পুলিশ কর্মকর্তা জানান, দুইজনের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’