More

    বাবুগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    অবশ্যই পরুন

    বাবুগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সেইন্ট-বাংলাদেশের ইপিআর প্রকল্পের আওতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার।

    উপজেলা নাগরিক সহায়তা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, নাগরিক সহায়তা কমিটির সদস্য সমাজসেবক জামাল হোসেন গাজী, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন, প্রকল্প কর্মকর্তা হারুনার রশিদ, দেলোয়ার হোসেন, মাজেদা আক্তার মুক্তা প্রমুখ।

    অ্যাডভোকেসি সভায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেবার চাহিদা নিরুপন ও প্রতিবন্ধকতা উত্তরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তাব্যক্তি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও সুপারিশমালা উপস্থাপন করা হয়। এসময় উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন বক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত “দু”টি বসতবাড়ী পরিদর্শন করলেন  এস সরফুদ্দিন সান্টু

    রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের ৬নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া "দু"টি বসতঘর পরিদর্শন করেছেন...