পটুয়াখালীর বাউফল উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডের সময় ছাত্রদলের এক নেতাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সম্প্রতি সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
আটককৃত ফজলে রাব্বী ঐ উপজেলার বগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করেন স্থানীয়রা।
আটকের পর ছাত্রদল নেতা ফজলে রাব্বী বলেন, ‘ওকে (আটক তরুণী) আমি ৬ মাস পরে বিয়ে করব।’
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রদল নেতার অসামাজিক কর্মকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মহল ভুক্তভোগী তরুণীর পরিবারকে চাপে রাখছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মিজানুর রহমান বলেন, জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনা করে ফজলে রাব্বীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বাউফল থানার ওসি মো. আল মামুন জানান, ছাত্রদল নেতা ফজলে রাব্বীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।