গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রকাশ্যে এক বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে ফেলে রেখে গেছে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ক্যাডাররা।
গতকাল বিকেলে বাসের টিকেট কেটে গৌরনদী বাসষ্ট্যান্ডের কলেজ গেটে ব্যবসায়ী জামাল হাওলাদারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. হাবিব সর্দার (৪০) গৌরনদী পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো. হাবিব সরদার অভিযোগ করে বলেন, ঢাকায় যাওয়ার জন্য বিকেল সাড়ে ৫টার দিকে বাসের টিকেট কেটে গৌরনদী বাসষ্ট্যান্ডের কলেজ গেটে ব্যবসায়ী জামাল হাওলাদারের দোকানের সামনে অপেক্ষা করছিলেন।
এ সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদের নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে। শত শত মানুষ দাড়িয়ে দেখলেও ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তি করে কথা বলায় তাকে শাসানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল নিউজ / স্ব/খ