বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোজ সোমবার বেলা ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড, রেজাউল করিম রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় ছাত্রসমাবেশে প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ,জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহীন,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, তারিক-আল-ইমরান, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল আহাসান। এছাড়া জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছোট বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন গৌরনদী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব শরীফ মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আলামিন সরদার,রাসেল হাওলাদার,জাকির,সুমন,রনি,রাকিব নাদিম,রিয়াদ,আলামিন,সজিব,রবিউল,হামজা,সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।