More

    কুয়েতে দুর্ঘটনায় মারা গেছেন মাদারীপুরের আলমগীর

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক:  কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তার নাম আলমমগীর কাজী (৩০)। নিহত আলমগীর মাদারীপুর জেলার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজীর সন্তান।

    সেখানকা স্থানীয়রা জানিয়েছে, কুয়েতে আলমগীর কাজী একটি কোম্পানির মাইক্রো বাস চালাতেন। মঙ্গলবার কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যা আব্দালি এলাকায় শ্রমিক নিয়ে আসতে গেলে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    আলমগীর কাজী দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। করোনার স্থিতিশীল হওয়ার আগে দেশ থেকে ছুটি কাটিয়ে আর দেশে যেতে পারেননি আলমগীর কাজী।

    বর্তমানে আলমগীর কাজীর মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...