More

    একই সঙ্গে ৫ যানের সংঘর্ষ, নিহত ১, আহত ১২

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদন: একই সঙ্গে পাঁচ যান বাহনের সংঘর্ষে  ১জন নিহতা ও ১২জন আহত হয়েছে। আজ কুয়াশাভরা সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি টোল প্লাজার কাছে এ দুর্ঘ টনা ঘটে। নিহত ব্যক্তির নাম

    বাচ্চু সিকদার (৫৫)। তার বাড়ি উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামে। তার পিতার নাম ইউসুফ সিকদার। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও একজন খ্যাতনামা হা-ডু-ডু খেলোয়াড়।

    দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন- উজিরপুরের ইমরান (২৭), সাইদুল ইসালাম (৫০) ও মাহিন্দ্র চালক মো. বিল্লাল (৩৬), ইউনুস সিকদার (৭০), আলম বালী (৩৮), খোকন হাওলাদার (৩৫), বরিশালের ছানোয়ার হোসেন (৫৫), সিরাজগঞ্জের  হাজী আ. ছালাম (৬৫), হাজী মোক্তার (৫০) ও আব্দুল ওয়াদুদ (৩৭), মাদারীপুরের মো. কাবির (৪৭)।

    প্রত্যক্ষদর্শী ও ইছলাদি টোল প্লাজার কর্মচারী মো. দুলাল  জানান, সকালে প্রচুর কুয়াশা ছিলো। কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিলো না।

    সাড়ে ৭টার দিকে টোল প্লাজায় ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস থামানো হয়। এর পেছনে একটি প্রাইভেট কার এসে থামে। এ সময় বরিশাল থেকে পয়সারহাটগামী হাসেম অ্যান্ড সন্সের অভ্যন্তরীণ রুটের একটি বাস ওই প্রাইভেট কারের পেছনে সজোরে ধাক্কা দেয়।  এতে প্রাইভেট কারটি দুই বাসের মাঝে চাপা পড়ে।

    এ দিকে প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের বিপরীত পাশ দিয়ে যাওয়া একটি থ্রি-হুইলারকেও (মাহিন্দ্রা) সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পেছনে থাকা একটি ইট বহনকারী ট্রলি এসে মাহিন্দ্রার উপর আছড়ে পড়ে। এতে ট্রলি ও থ্রি-হুইলার রাস্তার পাশে খাদে পড়ে যায়।

    উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার মো. কলিমউল্ল্যাহ বলেন, দুর্ঘটনায় থ্রি-হুইলার, ইট বোঝাই ট্রলি ও প্রাইভেটকারের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

    হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক যাত্রী বাচ্চু সিকদারকে মৃত ঘোষণা করেন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...