More

    আরসা নেতা আসাদুল্লাহ গ্রেফতার চট্টগ্রাম বিমান বন্দরে

    অবশ্যই পরুন

    বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অ্যালায়েন্সের (আরসা) নেতা আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। তদন্ত সাপেক্ষে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আসাদুল্লাহ সৌদি আরবের জেদ্দাগামী ফ্লাইটে (বিজি-১৩৫) যাত্রী হিসেবে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭টায় তাশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আসাদুল্লাহ সম্পর্কে ইমিগ্রেশন পুলিশকে আগাম তথ্য দিয়ে থাকি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ডেস্কে যাওয়ার পর পুলিশ তাকে আটক করে। তারপর আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে যাই। এ সময় তার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। গ্রেফতার আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার থানখালী শরণার্থী শিবিরে থাকেন। আসাদুল্লাহ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার নেতা হিসেবে রোহিঙ্গাদের কাছে পরিচিত।

    গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, আসাদুল্লাহ গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চালু. এছাড়া সাধারণ ডায়েরিতে (জিডি) তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...