More

    রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মোঃ সাহাবুদ্দিন

    অবশ্যই পরুন

    দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা। সাহাবুদ্দিন চুপ। তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দুদকের সাবেক কমিশনার।

    রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

    এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। এরপর সভাপতি পদে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম জমা পড়ে।

    রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বিকাল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিতে হবে।

    ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

    আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

    রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন। বর্তমান প্রেসিডেন্ট. আবদুল হামিদ ২৪ এপ্রিল, ২০১৮তারিখে দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ শেষ হবে ২৩  এপ্রিল।

    সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদের জন্য একজন প্রার্থী থাকলে, নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হয় না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...