More

    উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নারী নিহত

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

    তার নাম নুর কায়েস (২৫)। অপর ঘটনায় আবদুর রহিম (৩৮) নামে এক হেডমাঝি গুরুতর আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শী কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ৮ ইস্ট ব্লক বি-৫৭ এলাকায় আরাফাত হোসেন নামে এক আরসা সদস্য নুর কায়েসের মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ নুরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। নিহত নুর ওই ব্লকের নজুমউদ্দীনের স্ত্রী।

    নিহতের পরিবারসূত্রে জানা যায়, তাদের পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ...