More

    মাদারীপুরে দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যু

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: মাদারীপুর জেলার শিবচরে এক সড়ক দুর্ঘটনায় এক চীনা নাগরিক নিহত হয়েছেন। একই দুর্ঘ টনায় আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি।

    আজ শনিবার সকাল ৯টার দিকে শিবচর আড়িয়ালখাঁ ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

    তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পদ্মা রেলওয়ে প্রজেক্টের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, ওই চীনা নাগরিকের নাম চ্যাং বিন। ফরিদপুর ভাঙ্গা ক্যাম্পে থাকেন। পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার হিসেবে গত তিন চার মাস যাবত কর্মরত ছিলেন তিনি। সকালে তিন বাংলাদেশিসহ তিনি পিকআপ ভ্যান নিয়ে প্রজেক্টের কাজে বের হন।

     

    এ সময় আড়িয়ালখাঁ ব্রিজের পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে তারা ৪ জনই গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চীনা নাগরিক। তার মরদহটি ময়নাতদন্তের জন্য

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরে কিশোরী অপহরণ মামলার মূল আসামিসহ ভিকটিম উদ্ধার

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের ১৪ বছরের কন্যা তামান্না আক্তারকে অপহরণের ঘটনায় দায়ের করা...