More

    ভোগান্তিতে শিক্ষার্থীরা, টাকা দিয়েও পায়নি আইডি কার্ড

    অবশ্যই পরুন

    আইডি কার্ড না থাকায় গণপরিবহনে ভাড়া দিতে গিয়ে রীতিমতো হয়রানির শিকার হচ্ছে বরগুনার বেতাগী সরকারি কলেজের স্মাতকের প্রায় ৬০০ শিক্ষার্থী।

    শিক্ষার্থীদের অভিযোগ, বছরের শুরুতেই আইডি কার্ড দেয়ার নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতিষ্ঠানের রশীদের মাধ্যমে ২০ টাকা ও হাতে নগদ ১০০ টাকা করে নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এরপর প্রথম ও দ্বিতীয বর্ষ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কলেজ থেকে শিক্ষার্থীদের কোনো আইডি কার্ড দেয়া হয়নি।

    এ কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গণপরিবহনে যাতায়াতের সময় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।

    খোঁজ নিয়ে জানা যায়, বেতাগী সরকারি কলেজে স্নাতকে ২০১৯-২০ শিক্ষা বর্ষে ২৫০ জন ও ২০২০-২১ শিক্ষা বর্ষে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।

    এ শিক্ষা প্রতিষ্ঠানের দুই বর্ষের ভর্তি কমিটির আহবায়ক ভূগোল ও গনিত বিষয়ক দুই অধ্যাপক এমাদুল হক শাহীন ও ইমাদুল হক বছরের শুরুতেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের (পরিচয়পত্র) জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তিকালীণ সময়ে রশীদের মাধ্যমে ২০ টাকা করে ১২ হাজার ও হাতে নগদ ১০০ টাকা করে ৬০ হাজার টাকা আদায় করেন।

    নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক জানান, এখন পর্যন্ত পরিচয়পত্র দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। মূলত অসৎ উদ্দেশ্য ও গাফিলাতির কারণেই পরিচয়পত্র দেওয়া হচ্ছে না।

    ভর্তি কমিটির এক বর্ষের আহবায়ক ও গনিত অধ্যাপক ইমাদুল হক বলেন, শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি করতে দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্য আইডি কার্ড দিয়ে দেওয়া হবে।

    ভর্তি কমিটির অপর বর্ষের আহবায়ক ও ভূগোল অধ্যাপক এমাদুল হক শাহীন বলেন, ভর্তির শুরুতে শিক্ষার্থীদের তথ্যগত হের ফের ছিলো এবং ক্লাসে অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়া সম্ভব হয়নি। তবে যারা আগামীতে ফরম পূরণ করতে আসবে তাদের মাঝে বিতরণ করা হবে।

    এ ব্যপারে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল ওয়ালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষর্থীদের পরিচয়পত্র দেওয়া হয়নি, এটা ঠিক নয়। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে এটি দেওয়া যায়নি। এখনো অনেকে শিক্ষার্থী আইডি কার্ডের নির্ধারিত ফরম পূরণ ও ছবি দেয়নি। এ নিয়ে কাজ চলছে। তবে দ্রুত পৌঁছে দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...