More

    বরিশালের গৌরনদীতে দুই গাছ কাটা শ্রমিক নিহত

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : গৌরনদী গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাটা গাছের গুঁড়ি ট্রাকে তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনা উপজেলার চাদশী ইউনিয়নের শাওড়া সড়কের পাশে ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা রাতে এ ঘটনা ঘটেছে। নিহতরা সকলেই উপজেলার বাসিন্দা।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার শাওড়া এলাকায় গৌরনদী-গোপালগঞ্জ সড়কে  ‘গাছ কাটার আট থেকে নয়জন শ্রমিক শাওড়া এলাকায় সড়কে কাটা গাছ রশি দিয়ে বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন। এ সময় হঠাৎ রশি ছিঁড়ে যাওয়ায় গাছের গুঁড়ির আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নামে এক শ্রমিক নিহত হন। তিনি পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। ইউপি সদস্য বলেন, ‘গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শহিদ হাওলাদার (৩৫) মারা যান। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে। তবে, গুরুতর আহত বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।’বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...