More

    সরকারের ভুলনীতি ও দূর্নীতির দায় জনগণ নেবে না – গণতন্ত্র মঞ্চ

    অবশ্যই পরুন

    গ্রেফতারকৃত বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে আজ শনিবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সম্মুখে গণতন্ত্র মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।

    বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা, সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য হাছিব আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সদস্য সমিরন হালদার। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ হাস-ফাঁস করছে। মানুষের হাতে টাকা নেই, কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, না সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে— তা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে।’

    নেতৃবৃন্দ আরো বলেন, ‘সরকার একের পর এক গনবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে কারন এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়, জনগনের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। একদিকে সরকার গুম, খুন, অপহরণ বিরোধী মত দমন, গ্রেফতার, হামলা, মামলা সহ জনগণের সমস্ত অধিকার হরণ করে চলেছে। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ, তেল সহ নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। জনগণের টাকায় গড়ে তোলা রাষ্ট্রীয় কোষাগার উজাড় করে সেই টাকা বিদেশে পাচার করছে ঘনিষ্ঠজনরা। এরকম জবরদস্তি ও জবাবদিহিতাহীনভাবে একটি দেশ চলতে পারে না। শাসনতন্ত্রের পরিবর্তন না ঘটালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনগনকে ভবিষ্যতে আরো ভয়াবহ বিপদের মুখে ফেলে দিবে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগনের দুর্ভোগ ক্রমাগত বাড়তেই থাকবে৷ এই সরকারকে বিদায় দিয়ে মানুষের পক্ষের সরকার প্রতিষ্ঠা করা এখন প্রধান কাজ।’

    নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান আওয়ামী ফ্যাসিবাদি সরকার গণআন্দোলন গণজোয়ারে ইতোমধ্যে ভীত হয়ে পড়েছে এবং পুরনো সকল স্বেচ্ছাচারী পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোন মিথ্যাচার বা ষড়যন্ত্রই গণজোয়াড় থামাতে পারবে না। বরং অতীত আমাদের শিক্ষা দেয় জনগনের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে। ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্যে জনগণের ক্রমবর্ধমান বৃহত্তর ঐক্য, গণজাগরণ গণঅভ্যুত্থান বর্তমান সরকারের পতন ঘটাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...