More

    মুলাদীতে আগুনে পুড়ে গোয়ালঘরসহ দুই গরু ভস্মীভূত

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে গোয়ালঘরসহ দুটি গরু নষ্ট হয়েছে। পুলিশের দাবি, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    রোববার (১৩ মার্চ) রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, ওই গ্রামের রুমেজ সরদারের গোয়ালঘরটি ষাঁড় ও গরুসহ পুড়ে ছাই হয়ে যায়।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল জানান, খবর পেয়ে (১৪ মার্চ) সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাসমান মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়েছে। গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি গরু মারা যায়।

    রুমেজ সরদারের স্ত্রী লাভলী বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, তাদের দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় ও দেড় লাখ টাকা মূল্যের একটি গরু রয়েছে। রাতে গরু দুটি গোয়ালঘরে রেখে তালা লাগিয়ে ঘুমাতে যান। আনুমানিক ১২ঃ৩০ টার দিকে আমি একটি বিকট শব্দে জেগে উঠলাম। গোয়াল ঘর থেকে বেরিয়ে দেখেন গোয়ালঘরে আগুন জ্বলছে। এ সময় স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গোয়ালঘরসহ দুটি গরু দগ্ধ হয়েছে।

    লাভলী বেগমের দাবি, শত্রুতার জেরে কেউ গোয়ালঘরে আগুন দিয়েছে। এতে তাদের তিন লাখ টাকার বেশি লোকসান হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...