ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুয়েল রানার সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস আলোচ্য বিষয় মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন।
ঝালকাঠি জেলায় ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের ১১ মার্চ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলায় ৮৬টি অভিযান পরিচালনা করেছেন। এসময় ২২৪ জনকে দন্ডিত করে ১১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ৩জন ভোক্তাকে ক্ষতিপূরণবাবদ ৪২ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।
আলোচ্য বিষয়ের উপরে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তসহ চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের ভোক্তারা বক্তব্য রাখেন।