More

    নলছিটিতে বাসচাপায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২

    অবশ্যই পরুন

    বৃহস্পতিবার সকালে উপজেলার বরিশাল-পটুয়াখালী সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত তূর্য ভট্টাচার্য (১৭) উপজেলার জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার মিলন ভট্টাচার্যের ছেলে। অপর নিহত আকাশ (১৯) পেশায় ভ্যানচালক। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে স্কুলের সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিলেন তূর্য। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী আল আমিন পরিবহনের একটি যাত্রী তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

    ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

    ঘটনার সত্যতা স্বীকার করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ ও শীত কালীন পিঠা উৎসব অনুষ্ঠিত।

    বরিশাল সংবাদ দাতা:  বাকেরগঞ্জের গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শীত কালীন পিঠা উৎসব ২০২৬ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল...